২১ বছরের নিচে বিশ্বের সেরা ফুটবলাদের নিয়ে গোল্ডেন বয় অ্যাওয়ার্ড-২০১৮’র জন্য ১০০ প্রতিযোগীর তালিকা প্রকাশ করেছে টুটোস্পোর্ট। আর এবারের তালিকায় দ্বিতীয়বারের মতো জায়গা পেয়েছেন ফরাসি তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। গত বছরও গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতেছিলেন এমবাপ্পে।
গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে এমবাপ্পের। পিএসজির ট্রেবল জয়ে রেখেছেন অসামান্য ভূমিকা। সম্প্রতি রাশিয়ায় ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। দীর্ঘ ২০ বছর পর সোনালী ট্রফিতে ফরাসিদের চুমু আঁকার নেপথ্য কারিগর তিনি। সব মিলিয়ে ফের তার হাতে গোল্ডেন অ্যাওয়ার্ড উঠছে বলে ধারণা করছেন ফুটবল বোদ্ধারা।
এ তালিকায় আরও যারা স্থান পেয়েছেন-কার্লেস এলেনা ও লাজার কারভিচ (বার্সেলোনা), লুকা জিদান ও আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ), ব্রাহিম দিয়াজ (ম্যানচেস্টার সিটি) এবং বিলাল বৌতোবা (সেভিয়া)।