আবরার থাকবে আমাদের হৃদয়ে তার জন্য পলা’শীর মোড়ে স্মৃ’তিফলক

বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্ম’রণে পলা’শীর মোড়ে অস্থায়ী একটি স্মৃ’তিফলক নির্মাণ করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) রাত ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলা’শীর মোড়ে প্রতীকী’’ স্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়।

শি’ক্ষার্থীরা জানান, এদিন আবরার ফাহাদকে হ’ত্যা করা হয়। আবরারের স্মৃ’তি ও চেতনা সমু’ন্নত রাখতে তারা এই আট স্ত’ম্ভের প্রতীকী’’ শহীদ মি’নার নি’র্মাণ করেছেন।

তারা জানান, আট স্ত’ম্ভের মাধ্যমে সার্বভৌমত্ব, গণত’ন্ত্র, গণপ্র’তি’রক্ষা, সম্প্রী’তি, অ’র্থনৈ’তিক স্ব’নির্ভ’রতা, নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃ’তিক স্বাধী’নতা, আগ্রাস’ন নির্মূ’লের দাবি তুলে ধ’রা হয়েছে।

পলা’শীর মোড়ের ছোটো দেয়ালের উপর আটটি পিলার ও একটি ফলক দিয়ে নির্মিত হয়েছে এটি। সা’র্বভৌম’ত্ব, গণ’তন্ত্র, গন’প্রতির’ক্ষা, সম্প্রী’তি, অর্থনৈতিক স্ব’নির্ভ’রতাসহ মোট আটটি শব্দমালা নিয়ে তৈরি হয়েছে আ’টটি পিলার।’ আব’রার স্মৃ’তি সংসদে’র নেতৃত্বে দেখা গেছে ডা’কসুর সাবেক সমাজ’সেবা সম্পাদক আখতার হোসে’নকে। ডাকসুর সাবেক স’মাজসে’বা সম্পাদক আখ’তার হোসেনকে।