হাসতে নেই মানা

* জোকস-১

প্রবীণ: আগে জানতাম, প্রেমে পড়লে মানুষ দিওয়ানা হয়ে যায়। এখন দেখি সবাই তোতলা হয়ে যায়।
যুবক: কীভাবে বুঝলেন দাদু।
প্রবীণ: সবাই দেখি ফোনে বলে, ‘অলে বাবালে, আমাল বাবুতা কী কলে, আমাল ছোনা পাখিতা লাগ কলেছে।’

* জোকস-২

একদিন দুই বন্ধু বসে গল্প করছে-
বন্ধু: তুমি সারাদিন মোবাইল ফোনে গেম খেল কেন?
পল্টু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।

* জোকস-৩

এক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন-
ভাড়াটিয়া: এই বাড়ির পানির ব্যবস্থা কেমন?
মালিক: কল দিয়ে পানি না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে।

* জোকস-৪

ভুল করে অন্যের বাড়িতে ঢুকে তাড়া খেল কালু। পালাতে গিয়ে ধরা খেল পুলিশের হাতে-
পুলিশ: আপনি এত রাতে অন্য লোকের বাড়িতে ঢুকেছিলেন কেন?
কালু: ভেবেছিলাম ওটা আমার বাড়ি।
পুলিশ: তাহলে সে বাড়ির মহিলাকে দেখে আবার ছুটে বেরিয়ে এসেছিলেন কেন?
কালু: ভেবেছিলাম সে আমার স্ত্রী…