অনুরোধ করেও ঘরে নেয়া যাচ্ছে না মানুষকে!

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ঘরে থাকার জন্য প্রতিনিয়ত বলা হলেও মানুষ ঘরে থাকছেন না। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাটবাজার ও চায়ের দোকানে এখনও মানুষকে বিনা প্রয়োজনে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে।

যার কারণে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে পুলিশকে কঠোর হতে দেখা গেছে। এসময় উপজেলার পাগলা বাজার, আক্তারপাড়া (মিনাবাজার), ডাবর পয়েন্ট, সিচনী পয়েন্ট এলাকার কোথাও কোথাও বিনা প্রয়োজনে হাটাহাটি, মাস্ক পরিধান না করা এবং আড্ডারত মানুষদের লাঠিচার্জ করে ঘরে যেতে বাধ্য করে পুলিশ। নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় হ্যান্ড মাইকিং করে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন পুলিশ পরিদর্শক ইকবাল বাহার। এছাড়া রাস্তার পাশের চায়ের দোকান না খোলার জন্য অনুরোধ করেছেন তিনি।

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সবাই ঘরে অবস্থান করুন। সরকার ১০ দিনের ছুটি দিয়েছে আড্ডা বা ঘুরাঘুরির জন্য নয়।