১৩২ জন সহকারী পরিচালকসহ তিন পদে মোট ২৮৮ জনকে নিয়োগ দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সহকারী পরিচালক ছাড়াও ১৪৭ জন উপ-সহকারী পরিচালক এবং নয়জন কোর্ট পরিদর্শক নিয়োগ দেবে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
এসব জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুদক। ২০ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায়।
সহকারী পরিচালক পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
উপসহকারী পরিচালক পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে।
অন্যদিকে কোর্ট পরিদর্শক পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি বা এলএলবি ডিগ্রিধারী হতে হবে।
প্রার্থীকে ফি হিসাবে ৫০০টাকা টেলিটকের মাধ্যমে নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। এই তথ্যসহ বিস্তারিত তথ্য-উপাত্ত www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।