এইমাত্র পাওয়া ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় নিজের মুখে জানিয়ে দিলেন মাশরাফি

বিশ্বকাপে মাশরাফির ব্যক্তিগত পারফমেন্স ছিল একেবারেই সাদামাটা। তখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনায় আসে মাশরাফির অবসর প্রসঙ্গে। চলতি মাসে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে।

তার আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার কাপ্তান। তিনি বলেন, শ্রীলঙ্কা সফরই ক্যারিয়ারের শেষ বিদেশ সফর আমার। তবে অবসর নিয়ে কিছু বলেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। এই সিরিজটিই ক্যারিয়ারের শেষ সিরিজ কিনা সে বিষয়ে দেশে ফিরে ভাববেন বলে জানান তিনি। শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে। আর শেষ ওয়ানডে হবে ৩১ জুলাই। সিরিজ শেষ করে ১ আগস্ট দেশে ফিরার কথা টাইগারদের।