অস্ত্রপ্রচারে তরুণের পেটে মিলল ৩৩টি কলম-ব্লেড


পেটে অসহ্য ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক তরুণ। সন্দেহ হওয়ায় তাকে এক্স-রে করে দেখতে বলেন চিকিৎসক। এক্স-রে এর ছবি হাতে পেয়েই চমকে ওঠেন চিকিৎসকেরা। পেটের ভেতরে গিজগিজ করছে কলম, ব্লেড, তারের টুকরো।

জি নিউজ জানায়, ভারতের মধ্যপ্রদেশের ইশানগরে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী যোগেশের পেট থেকে উদ্ধার করা হয়েছে কলম-ব্লেড এ রকম ৩৩টি ধারালো বস্তু।

ছোট থেকেই কলম, ব্লেড, তার ইত্যাদি গিলে খাওয়ার বাতিক ছিল যোগেশের। দীর্ঘ দিন ধরে সেই পেন, ব্লেড, তার পাকস্থলীতে জমতে থাকে। একপর্যায়ে ব্যথায় অস্থির হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা অপারেশনের পরে পেট থেকে বের হয় বস্তুগুলি। চিকিৎসকেরা জানান, আপাতত সুস্থ যোগেশ। তবে, আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান তারা।