নয়নকে ক্রসফায়ার দেওয়ায় তীব্র নিন্দা জানালেন আসিফ নজরুল

দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হ***কাঁ***ে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড র‌্যা*বের সঙ্গে ‘ব*ন্দুকযু**ে’ নি*** হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে বরগুনার পুরাকাটা এলাকায় ব*ন্দুকযু**ের ঘটনা ঘটে। নয়ন বন্ডের নি*** হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

তবে ওই ক্রসফায়ারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘নয়নকে কি সত্যি হ*** করা হয়েছে? যদি তাকে সত্যি হ*** করা হয় এই ক্রসফায়ারের প্রতিবাদ জানাই আমি। কারণ এই একটা ‘ন্যায্য’ ক্রসফায়ারের মূলধন দিয়ে হ*** করা হবে আরো অনেক মানুষকে। কারণ এই ক্রসফায়ার আড়াল করবে আরো অনেক আগের ক্রসফায়ার। কারণ নয়নকে ক্রসফায়ার করলে জানা যাবে না তার গডফাদারদের কথা, আরো বহু নয়ন তৈরী হচ্ছে যাদের হাতে তাদের কথা।

মাথায় র** আমারো চাপে মাঝে মাঝে। কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখু** ক্রসফায়ার আমাদের সমর্থন করা উচিত না কোনভাবেই। তবে তার আগে আসুন জেনে নেয়ার চেষ্টা করি সত্যি কি নয়নকে হ*** করা হয়েছে? নাকি তার নামে বা তার বদলে অন্য কাউকে? এদেশে এসময়ে সম্ভব এটা।’