গ্যাসের দাম: বাংলাদেশে বেড়েছে ১৭৫ টাকা, ভারতে কমেছে ১০০ টাকা!

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কমায় রান্নার গ্যাসের দাম কমিয়েছে প্রতিবেশী দেশ ভারত। সিলিন্ডারপ্রতি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের দাম ১০০ দশমিক ৫০ রুপি কমিয়ে ৬৩৭ রুপি নির্ধারণ করেছে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

রোববার ইন্ডিয়ান ওয়েলের এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে এলপিজি দর ও রুপির বিপরীতে ডলারের বিনিময় হার সুবিধাজনক অবস্থায় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম কমার ফলে গৃহস্থালিতে ব্যবহারের জন্য ভর্তুকি পাওয়া এলপিজির প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৪ দশমিক ৩৫ রুপি। অর্থাৎ গ্রাহকরা ৬৩৭ রুপিতে সিলিন্ডার কিনলেও পরে ১৪২ দশমিক ৬৫ রুপি ভর্তুকি হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।

এখন বছরে ১৪ দশমিক ২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় ভারত সরকার। অতিরিক্ত ক্ষেত্রে বাজারদর অনুযায়ী, সিলিন্ডার কিনতে হয় ভোক্তাকে। বিদেশি মুদ্রার বিনিময় হার এবং বাজার অনুযায়ী ভর্তুকির পরিমাণ ওঠানামা করে।

জুনের ১ তারিখ থেকে এলপিজির দর ৩ দশমিক ৬৫ হারে বাড়ানোর ঠিক একমাস পর এলপিজির দাম কমাল ভারত। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা, এমনকি রাজ্যজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।