বরগুনা : বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (১ জুলাই) দুপুরে রিফাত হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মানববন্ধন এর আয়োজন করা হয় বরগুনা প্রেস ক্লাব এর সামনে। এর সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক পুরষ্কারের ঘোষণা দেন।
অনিক বলেন, দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত হত্যাকাণ্ডের পাঁচদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত প্রধান অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য রিফাতের হত্যাকারীদের ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা করেছে ছাত্রলীগ।
তিনি বলেন, যদি কেউ রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করেন তাহলে বরগুনা জেলা ছাত্রলীগ তার নাম-পরিচয় গোপন রেখে উপযুক্ত পুরস্কার দেবে।
রিফাত হত্যাকাণ্ডের মুল আসামী হলেন সাব্বির আহমেদ নয়ন (২৫)। এবং বাকি আসামীরা হলেন, মো. রিফাত ফরাজী (২৩), মো. রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো. মুসা, মো. রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো. হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)। এর মধ্যে আসামি চন্দন, মো. হাসান, অলি এবং আসামি টিকটক হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বাকিদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।