ফেনী জেলার পরশুরামে মায়ের মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন এক ছেলে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধনীকুন্ডা গ্রামের মুন্সিবাড়িতে।
২৪ জুন, সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মৃত ইউনয় মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৮৫)। স্বজনেরা মোবাইল ফোনে মায়ের মৃত্যু সংবাদ চট্টগ্রামে চাকরিরত বৃদ্ধার কনিষ্ঠ ছেলে আবদুস শুক্করকে (৪৭) জানালে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মায়ের মৃত্যুর সংবাদ শুনে ছেলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাদের স্বজন ও এলাকাবাসীর মধ্য শোকের ছায়া নেমে এসেছে।
একই দিন বিকেলে আছরের নামাজের পর নিজ গ্রামের কবরস্থানে মা-ছেলেকে জানাজা শেষে দাফন করা হয়।