ঢাকায় সোনা মেলা, ‘কালো’কে করা যাবে ‘সাদা’

রাজধানীতে কালো বা অবৈধ সোনা সাদা বা বৈধ করার সুযোগ দিয়ে মেলার আয়োজন করা হয়েছে। রবিবার থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে সোনা মেলা শুরু হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি এই মেলার আয়োজন করেছে। মেলাটি চলবে ২৫ জুন পর্যন্ত।

সোনা ব্যবসায়ীদের কাছে ঘোষণার বাইরে যে সোনার মজুত আছে, তা জানানোর জন্য এই মেলার আয়োজন করা হয়েছে। সোনা সাদা ‘করতে’ ভরিপ্রতি ১ হাজার টাকা কর দিতে হবে।

গত ২৮ মে দেশের সোনা ব্যবসায়ী ও স্বর্ণালংকার প্রস্তুতকারীদের কাছে অঘোষিত বা অবৈধভাবে থাকা সোনার মজুত ঘোষণায় আনার সুযোগ দেয় এনবিআর। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত থাকবে। সোনা ব্যবসায়ীরা যাতে সহজেই এই সুযোগ নিতে পারেন, সে জন্য এই অভিনব মেলার আয়োজন করা হয়েছে।

এদিকে আগামী জুলাই মাস থেকে কালো সোনার মজুত খোঁজার অভিযান শুরু হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।