সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর দ্বিগুণে দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা

প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর দ্বিগুণ করায় দুঃশ্চিন্তায় বিনিয়োগকারীরা। বিশেষ করে স্বল্প পুঁজির মানুষ ও পেনশনভোগীরা বেশি বিপাকে। তাই সামাজিক নিরাপত্তা বিবেচনায় উৎসে কর একবারে বেশি না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর পক্ষে বিশ্লেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ১৪:০০
নিরাপদ বিনিয়োগ হিসেবে মধ্যবিত্তদের সবচেয়ে বেশি আস্থা সঞ্চয়পত্রে। ভালো মুনাফা আর ব্যাংকের নাজুক অবস্থার কারণে সঞ্চয়পত্রের প্রতি গ্রাহকদের আগ্রহ দিনদিন বাড়ছে।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার অপরিবর্তিত রাখা হলেও উৎসে কর দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। আগে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ছিলো। এখন ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কঠোর করা হয়েছে সঞ্চয়পত্র কেনার নিয়ম। এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে লাগবে টিন নম্বর ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

বিশ্লেষকরা বলছেন, মূলত স্বল্প আয়ের মানুষ ও পেনশনভোগীদের জন্য সঞ্চয়পত্রের কথা বলা হলেও বাস্তবে তা ধনীদের দখলে। তাই কাক্সিক্ষত সামাজিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না।
এর আগে ২০১৬ সাল পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হতো। গ্রাহকদের স্বস্তি দিতে ২০১৬ সালের পর এ হার ৫ শতাংশে নামিয়ে আনা হয়। সম্পাদনা : কায়কোবদ মিলন, রেজাউল আহসান