স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশর হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অসাধারণ ১২৪ রানের ইনিংস দলকে এনে দেয় সহজ জয়। যদিও ক্যারিবিয়ানরা টাইগারদের দিয়েছিল ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য।
এমন ভাল পারফম্যান্সের পেছনে রহস্য কী? খেলা শেষে এর জবাব দিলেন সাকিব নিজেই।এখন যে ভাল খেলছেন, বিশেষ করে ব্যাটিংটা অনেক বেশি ভাল হচ্ছে। তার পিছনের কারণ ব্যাখ্যা করতে বলা হলে সাকিব বলেন, ‘গত এক থেকে দেড় মাস ব্যাটিং নিয়ে কাজ করছি। আমি এখন বল খুব ভালো দেখতে পাচ্ছি। আমি মনে করি এটা আমার ভাল ব্যাটিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া খেলার জন্য আগের চেয়ে অনেক বেশি সময়ও মিলছে।’
সেটা কেন ও কী করে? সাকিবের জবাব, ‘আসলে আপনি যখন ভাল খেলতে থাকবেন, নিয়মিত রান করবেন, তখন আপনা আপনি আস্থা ও আত্মবিশ্বাস বাড়ে। ভাল খেলার ইচ্ছে প্রবল হয়। আর নিজের সামর্থ্যের প্রতি আস্থাও বৃদ্ধি পায়।’
এমন পারফম্যান্সে এক্সাইটেড কিনা, জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি এক্সাইটেড না। সামনে আরও চারটি ম্যাচ আছে। আমি জানি আমাকে ভাল খেলতে হলে এবং এমন পারফরম করতে হলে আবেগতাড়িত না হয়ে ধৈর্য্য নিয়ে পরিবেশ-পরিস্থিতির মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, প্রতি ম্যাচই নতুন। সবকটায় নতুন শুরু চিন্তাও মাথায় রাখতে হবে।’