দারুন শুরু করেছে বাংলাদেশদল সরাসরি ম্যাচটি দেখুন!

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও ভারত। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকাল ৩:৩০ মিনিটে। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রিপোর্ট  লেখা পর্যন্ত   বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে     ১০ওভারশেষে  ৫০ রান।    বাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ১ রান করেই মোস্তাফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাঝঘরে ফিরেন ধাওয়ান। এরপর দুর্দান্ত বোলিংয়ে কোহলিদের চেপে ধরে টাইগাররা।

অন্যদিকে নিজের প্রথম ওভারেই রোহিতকে ফেরান রুবেল হোসেন। ৪২ বলে ১৯ রান করে রুবেলের বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত। তবে দলের বিপর্যয়ে দুর্দান্ত খেলতে থাকেন কোহলি। তবে দুর্দান্ত ইয়র্কারে কোহলিকে বোল্ড করেন সাইফউদ্দিন। ৪৭ রান করে ফিরেন তিনি।

এরপর মাত্র ২ রান করে রুবেলের বলে মুশফিকের হাতে ধরা পড়ে ফেরেন বিজয়। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন রাহুল ও ধোনি। হাফসেঞ্চুরি তুলে নেন দুজনই। রাহুল ৪৫ বলে ৭ চার ও ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি তুলে নেন ধোনি।

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন রাহুল। ৯৪ বলে ১২ চার ও ৩ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৭উইকেট হারিয়ে ৩৫৯ রান।

বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।

ভারত স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা ও মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন…