রমজানে স্বামী-স্ত্রী সহ’বাসের বিধান কী?

আমরা রোজা রাখি। রোজার সময় যাঁরা বিবাহিত আছেন, তাদের জন্য স্ত্রীর সঙ্গে সহবাসের কোনো নিয়ম আছে কি না।

উত্তর: কোরআনের মধ্যে আল্লাহতায়ালা স্পষ্ট করেছেন, শুধু সুবহে সাদিক থেকে ইফতারের সময় পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন। এ সময় স্ত্রী সহবাস কেন, সব ধরনের মানবিক চাহিদা বা যৌন চাহিদা কোনোভাবেই আদায় করতে পারবে না। এগুলো সম্পূর্ণ হারাম, যেটি কামনা-বাসনার সঙ্গে সম্পৃক্ত। সেহেতু এ কাজগুলো করা যাবে না। বাকি সময় বা সন্ধ্যার পর থেকে আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারবেন।

উল্লেখ্য, এনটিভি’র প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসায় লিখিত প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।