আবশেষে সাইনবোর্ড এলাকার বহুল আলোচিত অপকর্মের আখড়া শাপলা গেস্ট হাউজে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে অভযিান চালিয়ে ৩ যৌনকর্মী ও ৭ খদ্দেরকে আটক করা হয়।
অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই টু) সাজ্জাদ রোমন। তিনি জানান, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে অভিযান চালানো হয়।
সূত্র জানায়, সাইনবোর্ড এলাকার সামাদবানু কমপ্লেক্সের পঞ্চমতলায় শাপলা গেস্ট হাউজ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিলো। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। উপরন্ত মালিক পক্ষের লোকজন দ্বারা প্রতিবাদকারিরা নিগৃহিত হয়েছেন।
সূত্রটি আরও জানায়, সংশ্লিষ্ট থানা পুলিশের কতিপয় ব্যক্তি ও স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু নেতাকে ম্যানেজ করে চালানো হতো শাপলা গেস্ট হাউজ।
সাজ্জাদ রোমন আরও জানান, এ অভিযানে সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজ হতে ৪০জন জুয়ারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার ৩ লাখ ১২ হাজার ৫শ টাকা।