১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে সাশ্রয়ীমূল্যে রুম ভাড়া দিচ্ছে ‘লাগাও অ্যাপস’

আসছে ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সাশ্রয়ীমূল্যে রুম ভাড়া দিচ্ছে লাগাও অ্যাপস! অবিবাহিত ও ব্যাচেলর তরুণদের জন্য নির্মিত মনির সফটওয়ার ডেভেলপিং কোম্পানির এই অ্যাপটি ইতিমধ্যেই দেশব্যাপী সাড়া জাগিয়ে বিপুল আলোচনায় এসেছে।

তাই ভালোবাসা দিবসেও গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে সেরা অফারটি নিয়ে এসেছে এ প্রতিষ্ঠানটি।

লাগাও অ্যাপস নির্মাতা মনির হোসেন বলেন, ‘ভ্যালেন্টাইস ডে উপলক্ষে হলরুম ভাড়া করে আমরা স্বল্পমূল্যে রুমভাড়া দেয়ার বিশেষ এই ব্যবস্থাটির আয়োজন করেছি। যাতে করে ধনী গরিব ও মধ্যবিত্ত সহ সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষ ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করতে পারেন। ভালোবাসা দিবসের আনন্দকে আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে রাজমিস্ত্রী পর্যন্ত সবার নাগালের মধ্যে এনে দিতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

রুম ভাড়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতি ৩ মিনিটের জন্য সিঙ্গেল খাট ১০০ টাকা এবং ডাবল খাট ২০০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে থ্রিসাম প্যাকেজ নিলে মূল্য পরবে মাত্র ১৫০ টাকা!

এ ক্ষেত্রে ঢালা বিছানা দেয়া হবে। থ্রিসামের জন্য লোক না থাকলে মনির নিজেই অংশগ্রহণ করার মাধ্যমে প্যাকেজটি নিতে গ্রাহকদেরকে সহায়তা করবেন। ৩ মিনিটের পর প্রতি ১ মিনিটের জন্য আলাদা ভাবে ৫০টাকা করে এক্সট্রা চার্জ যুক্ত করা হবে।”

শুধুমাত্র সিঙ্গেলরাই এই অফারটি উপভোগ করতে পারবেন। রুমভাড়া নেয়ার জন্য আপনাকে প্রমাণ করতে হবে, আপনি যাকে সাথে নিয়ে অফারটি উপভোগ করতে যাচ্ছেন, তিনি আপনার প্রেমিকা নন। আর এরজন্য সফটওয়্যার নির্মাতা মনিরকেও আপনার ভ্যালেন্টাইনস সেলিব্রেশনের অংশীদার করে নিতে হবে।

লাগাও অ্যাপস ইউজারদের জন্য বিশেষ এই অফারটি শুধুমাত্র ১৪ই ফেব্রুয়ারী ২০১৯ তারিখ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

ভিসা, অ্যামেক্স, মাস্টারকার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। তবে ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে আলাদা কোনো ভ্যাট/ট্যাক্স বা হিডেন চার্জ নেই।

নিউজটি সম্পুর্ন চ্যানেল ঢাকা থেকে সংগৃহীত। তাই এর সকল দ্বায় দায়িত্ব তাদের।