ঢাকায় কোন হোটেলে অবিবাহিত জুটি নিরাপদ?জেনে নিন

অবিবাহিত জুটি নিরাপদ?

নিরালা হওয়ার প্রয়োজন কার না রয়েছে? ঢাকায় নিরালা হওয়া যায় কোথায়, এ নিয়ে মাথা ঘামাতে গিয়ে দেখা গেল, নেই নেই করেও উপায় রয়েছে কিছু নিশ্চিন্ত নিরালার।

• সব থেকে নিরাপদ স্টার ক্যাটেগরির হোটেল। একটু খরচসাপেক্ষ হয়ে যাবে ঠিকই, তবু নিরাপত্তা সুনিশ্চিত। এমন হোটেলে আইডি প্রুফ থাকলেই বোর্ডার হওয়া যায়।

• পাঁচতারা বাড়াবাড়ি মনে হলে তিন-এও কাজ চলে যাবে। আর ঢাকায় তিনতারার অভাব নেই। এখন তো অলিতে গলিতেও তিনতারা।

• ওয়েব সাইট সার্চ করে হোটেল বন্দোবস্ত করতে পারেন। ওয়েবে বিজ্ঞাপন দেন যাঁরা, তাঁরা নিজের ঝামেলা সামলাতে পারবেন, এটুকু আস্থা রাখাই য়ায়।

• বুক করার আগে ফোনে জেনে নিন, রুম ভাড়া নিলে সমস্যায় পড়তে হবে না তো!

• বড় রেলওয়ে স্টেশন, এয়ার পোর্ট অথবা শহরের মধ্য অংশের হোটেল বা গেস্ট হাউজ ট্রাই করুন। এমন জায়গা সাধারণত নিরাপদ।

• হোটেলের রুমে প্রবেশ করে ভাল করে দেখে নিন আড়ি পাতার কোনও সুযোগ রয়েছে কি না। লুকোনো ক্যামেরা দিয়ে অনেক জায়গাতেই বোর্ডারদের অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে আপলোডের ব্যাপার রয়েছে। তাৎক্ষণিক ঝঞ্ঝাটের চাইতে তা অনেক বেশি ভয়ের।

• স্বামী-স্ত্রী বলে পরিচয় দেবেন না। অবিবাহিত জানিয়েই রুম বুক করুন। অসুবিধা থাকলে হোটেল কর্তৃপক্ষই জানিয়ে দেবে।

• একা রুম বুক করে কিছুক্ষণ কাটিয়ে নিন। বান্ধবীকে বলুন পরে আসতে। তিনি যেন রিসপশনে আপনার নাম বলে রুম নম্বর জেনে নিয়ে পরে রুমে ঢোকেন।

• রুমের বাইরে ‘ডু নট ডিস্টার্ব’ নোটিশ ঝোলানোর অপশন রয়েছে কি না জেনে নিন। থাকলে অনেকটাই নিশ্চিন্ত।

• হোটেল, গেস্ট হাউজের চক্করে না-গিয়ে ‘হোম স্টে’ ট্রাই করুন। অনেক বেশি নিরাপদ।