উদাহরণ হতে চান আশরাফুল

প্রায় ছয় বছর পর বিপিএলে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ এই বিরতির মাঝে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছেন তিনি। ফিক্সিংয়ের কেলেঙ্কারি মাথায় নিয়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে মোটামোটি পারফর্ম করেছেন। এবার বিপিএলের পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ব্যাট হাতে পারফর্ম করে বাকিদের কাছে উদাহরণ হয়ে থাকতে চান তিনি।

তাঁর মূল লক্ষ্য পারফর্ম করা। নিজেদের ভক্তদের ভালো কিছু উপহার দিতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু বিপিএলে নিয়মিত পারফর্ম করা যে কঠিন সেটা জানেন আশরাফুল। তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারেন আশরাফুল। চিটাগাং ভাইকিংসের জার্সিতে মাঠে নামার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব নিয়েই কথা বলেছেন তিনি। আশরাফুল জানান,

‘আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি এবং সেটার কারণে কিন্তু আমি পাঁচ বছর নয় মাস বাইরে ছিলাম এই ফরম্যাট থেকে। যেহেতু আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত পেয়েছি এবং গত দুটি বছর আমি ঘরোয়া ক্রিকেটে খেলেছি।

‘মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি, ঢাকা প্রিমিয়ার লীগ বলেন, বিসিএলের এই মৌসুমটি ভালো হয়েছে।সুতরাং আমি চেষ্টা করবো কারণ আমার যারা ভক্ত আছেন তাঁরা সকলেই অপেক্ষায় আছেন আমার জন্য। তাদের জন্য হলেও চেষ্টা করবো এই বিপিএলে ভালো খেলতে।

‘তাহলেই আমার মনে হয় সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এটাও মনে করি যে আমাদের ক্রিকেটের জন্য ফিরে আসতে পারি, এটা একটি উদাহরণ তৈরি হবে যে দীর্ঘ সময় বাইরে থেকেও আবার পারফর্মেন্স দিয়ে ফিরে আসা একটা চ্যালেঞ্জ বলে মনে করি।’

বিপিএলে ফিক্সিংয়ের কারণে ঘরোয়া ক্রিকেট থেকে তিন বছর এবং আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। এই নিষেধাজ্ঞা কাটিয়েই প্রায় ছয় বছর পর বিপিএলের মঞ্চে ফিরছেন তিনি। সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর