প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা চলাকালে এক কক্ষ পরিদর্শকের বিরুদ্ধে পরীক্ষার্থীকে দিয়ে পানের খিলি কিনতে কেন্দ্রের বা্ইরে পাঠানোর অভিযোগ উঠেছে।
রোববার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাৎক্ষণিক ওই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযুক্ত কক্ষ পরিদর্শক মাওলানা মো. মহিউদ্দিন উপজেলার আব্দুল আজিজ দাখিল মাদরাসার আরবি বিষয়ের শিক্ষক।
জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার পর ওই কেন্দ্রের ৭ নম্বর কক্ষে দায়িত্ব পালনকালে মাওলানা মো. মহিউদ্দিন এক পরীক্ষার্থীকে উত্তর বলে দেয়ার আশ্বাসে ১০ টাকা হাতে দিয়ে কেন্দ্রের বা্ইরে পানের দোকান থেকে খিলি কিনতে পাঠান। ওই পরীক্ষার্থী কেন্দ্রের গেট পার হতে গেলে কর্তব্যরত পুলিশ তাকে আটকে দেয়। পুলিশ সদস্যরা পরীক্ষা চলাকালে বাহিরে যাওয়ার কারণ জানতে চাইলে এক শিক্ষক তাকে পানের খিলি কিনে আনার জন্য পাঠিয়েছেন বলে সে জানায়।
এরপর ওই পুলিশ সদস্যরা বিষয়টি কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন্দকে জানালে তিনি সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শককে অফিস কক্ষে ডেকে পাঠান। পরে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার অভিযুক্ত শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিনকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।
এ ব্যাপারে মাওলানা মো. মহিউদ্দিন বলেন, আমি ভুল করে তাকে পানের খিলি আনতে পাঠিয়েছিলাম। এটা আমার উচিত হয়নি। কেন্দ্র সচিব জলিলুর রহমান আকন্দ জানান, পুলিশ সদস্যরা এ ঘটনা জানানোর পর ওই কক্ষ পরিদর্শককে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।