তথ্য প্রযুক্তির এই যুগে হাতের মুঠোয় চলে আসছে সবকিছু। বাসায় বসেই কেনা যাচ্ছে ঘরের আসবা পত্র থেকে শুরু করে রান্না ঘরের প্রয়োজনীয় উপকর। প্রযুক্তির এই যুগে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে টাংগাইলে চালু হল অনলাইন ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস কিদরকার.কম। প্রয়োজনীয় সবকিছুই এখন ঘরে বসে পাওয়া যাবে কিদরকার.কম এর মাধ্যমে।
অনেক সময় পছন্দের রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা হলেও হয়ত সময়ের অভাবে যাওয়া হয়ে উঠেনা। হটাৎ এমন কিছুর প্রয়োজন পরে যা কেনার জন্য বাইরে যাওয়াটাও কষ্টকর মনে হয়। সেই সাথে রয়েছে যানযট। টাংগাইল বাসীর এই সকল সমস্যা সমাধানে কিদরকার.কম এর এই উদ্যোগ। এই সুবিধা উপভোগের জন্য কিদরকার.কম এর ওয়েবসাইট (www.kidarkar.com) বা তাদের ফেসবুক পেইজ (www.facebook.com/kidarkar.comm) অথবা +৮৮০১৩১৮৭৩০০৯৫, +৮৮০১৩১৮৭৩০০৯৭, +৮৮০১৩১৮৭৩০০৯৭ নাম্বারগুলোতে কল করতে হবে।
কিদরকার.কম এর প্রধান নির্বাহী মেহেদী হাসান বলেন, ‘টাংগাইল বাসীর জীবন যাত্রা আরও সহজ ও আরামদায়ক করতে আমাদের এই উদ্যোগ।’
প্রাথমিকভাবে টাংগাইল সদরে অনলাইন ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস প্রদানের উদ্যোগ নিয়েছে কিদরকার.কম। আস্তে আস্তে দেশের সকল বিভাগীয় শহর ও জেলা পর্যায় উক্ত সেবা চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন কিদরকার.কম এর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
ইতিমধ্যে কিদরকার.কম নিয়ে শহরের মানুষের মধ্যে বেশ সারা দেখা গেছে। কিদরকার.কম নিয়তে অভিজ্ঞ্যতা শেয়ার করলেন এমনি কয়েকজন।
মামুন সাহেব পেশায় একজন ফ্রিল্যান্সার, কিদরকার.কম নিয়ে তিনি শেয়ার করলেন তার অভিজ্ঞতা। মামুনুর রশিদ বনলেন, ‘হটাৎ আমার একটি কম্পিউটার গ্যাজেটের প্রয়োজন হল, বাইরে যেতে ইচ্ছে হচ্ছিলনা। এমন সময় মনে পরলো অনলাইন ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস কিদরকার.কম এর কথা। ফোন করে তাদের জানালাম আমার প্রয়োজনীয় গ্যাজেটের কথা। আধা ঘন্টার মধ্যেই বাসায় বসেই আমি পেয়ে গেলাম আমার কাংখিত গ্যাজেট টি, তাও আবার কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়াই।’
শাহনাজ বেগম একজন গৃহিনী, কিদরকার.কম নিয়ে তিনি শেয়ার করলেন তার অভিজ্ঞতা। সাহনাজ বেগম বলেন, ‘বাসায় তখন বাইরে যাওয়ার মতো কেও নেই। এমন সময় রান্না করতে গিয়ে খেয়াল করলাম রান্না করার জন্য গুড়ো মসলা নেই। তখনই কল করলাম কিদরকার.কম কে। কিছুক্ষণের মধ্যেই বাসায় বসেই পেয়ে গেলাম আমার কাংক্ষিত গুড়ো মসলা, তাও আবার আবার কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়াই।’
যদিও অনলাইন ভিত্তিক হোম ডেলিভারি সার্ভিস বাংলাদেশে নতুন নয়। পাঠাও, হাংরিনাকি ইত্যাদি সার্ভিস রয়েছে। কিদরকার.কম এর এই হোম ডেলিভারি সার্ভিস নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে টাংগাইল বাসীর অনলাইন ভিত্তিক কেনা কাটায়।