তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন দেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফআর খান)।
এর আগে গত ৬ নভেম্বর আইসিটি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলম হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন।
তবে ২৯ অক্টোবর শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্টের অন্য একটি বেঞ্চ।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেইসবুক লাইভে আসেন শহিদুল। ওই আন্দোলনের বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারেরও সমালোচনা করেন।
এ ঘটনায় ৫ আগস্ট রাতে ধানমন্ডির নিজ বাসা থেকে শহিদুল আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। বিকেলে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। রিমান্ড শেষে শহিদুল আলমকে গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।