অভিনেতা চঞ্চল চৌধুরী সাম্প্রতিক সময়ে ব্যস্ত ধারাবাহিক নাটক নিয়ে। আগামীমাসে তার অভিনীত ‘দেবী’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিনি। তার মতে, এমন আন্তর্জাতিকমানের ছবি বাংলাদেশে আর হয়নি। এসব প্রসঙ্গসহ নানা বিষয়ে তিনি মুখোমুখি হয়েছেন বিনোদন প্রতিদিনের। সাক্ষাত্কার নিয়েছেন নুরুল করিম
কেমন আছেন?
ভালো আছি।
এ সময়ে কী নিয়ে ব্যস্ত আছেন?
এখন ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত। ডুগডুগি, খেলোয়াড়, ভদ্রপাড়া, টি-টোয়েন্টি এরমধ্যে অন্যতম। ঈদ নাটকের কারণে ধারাবাহিক নাটকগুলোর কাজে হাত দিতে পারিনি। এছাড়া বিভিন্ন ব্যস্ততা তো থাকেই।
আগামীমাসে ‘দেবী’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। দর্শকরাও ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন। মিসির আলীর মতো জনপ্রিয় একটি চরিত্রে আপনি অভিনয় করেছেন। সব মিলিয়ে আপনার কী মনে হচ্ছে?
মিসির আলী চরিত্রে কাজ করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। নির্মাতা নাসির উদ্দিন বাচ্চু একবার দেবী ছবির শুটিংয়ে আমার অভিনয় দেখতে গিয়েছিলেন। সেদিন তিনি আমাকে বলেছিলেন, দেবদাসের পর এ বাংলার সাহিত্যে মিসির আলী বা হিমুর মতো জনপ্রিয় চরিত্র নেই। তুমি ভাগ্যবান, এমন একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছো। আমি নিজেই জানি এজন্যই সবার এত আগ্রহ। কেউ মিসির আলীকে দেখেনি। এটা একটা কল্পিত চরিত্র। একেক দর্শক একেকভাবে মিসির আলীকে কল্পনা করেন।
পর্দায় মিসির আলী হওয়া কতটা চ্যালেঞ্জিং ছিল?
যেহেতু এটা কোনো বাস্তব চরিত্র নয় সেহেতু এটার মধ্যে অনেক চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। সিনেমায় উপন্যাসের বর্ণনা অনুযায়ী শতভাগ উপস্থাপন সম্ভব নয়। তার মানে এই নয় যে, রাত-দিন পার্থক্য করে আমরা মিসির আলীকে পর্দায় হাজির করছি। মূল বয়ান ঠিক রেখে চরিত্রটি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে মিসির আলীকে দর্শক কতটা গ্রহণ করবেন সেটা দেখার বিষয়।
যেহেতু এটা অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল, তাহলে প্রস্তুতিটাও সেরকম ছিল…
আমি যখন মিসির আলী চরিত্রে অভিনয় করার প্রস্তাব পাই, তারপরের ৩ মাস আমি ভেবেছি কাজটা ঠিকভাবে করতে পারবো কি-না। কারণ এটার ওপর অনেককিছুই নির্ভর করছে। যখন সিদ্ধান্ত নিলাম কাজটি করবো, তারপর ধাপে ধাপে বিভিন্ন প্রস্তুতি নিয়েছি। আলাদা আলাদাভাবে ১০-১২ জন ভিন্ন ভিন্ন মিসির আলীর সাজে নিজেকে তৈরি করেছিলাম। এরমধ্য থেকে চূড়ান্তভাবে একটি বেছে নিয়েছি। মিসির আলীর চশমা, কণ্ঠ, দাড়ি থেকে শুরু করে সবকিছুতেই যাচাই-বাচাই কিংবা প্রচুর সময় ব্যয় করেছি। আশা করি দর্শকরা গ্রহণ করবেন।