কী যে করবেন, ভেবে পাচ্ছেন না কলকাতার নাম্বার ওয়ান নায়িকা নুসরাত জাহান। তার বাড়ির রাঁধুনি যে নিখোঁজ। না নিখোঁজ বলাটা বাড়াবাড়ি হয়ে গেল।
binodon24.com
নুসরাত বলেন,‘‘আরে আমার বাড়িতে যিনি রান্নার দায়িত্ব সামলান, তিনি চারদিনের ছুটি নিয়ে ১০ দিন হয়ে যাওয়ার পরও আসেনি। আমি তো অথৈ জলে পড়েছি।’’
সকাল-বিকেল নায়িকা নিজেই রান্না করছেন। তিনি আরও বলেন, ‘‘রান্না করতে আমার ভালোই লাগে। এই তো কাল গলদা চিংড়ির মালাইকারি করেছিলাম, আজ চিকেন কোপ্তা করবো। ইন্ডাস্ট্রির প্রায় সকলকেই নিমন্ত্রণ করে খাইয়েছি। কিন্তু টানা রান্না করতে কার ভালো লাগে বলুন! কারা যেন বলে নায়িকারা কিছু করে না। তারা এসে আমাকে একটু দেখে যাক।’’
আপাতত রাঁধুনির আশায় দিন গুনছেন টালিউডের এই নায়িকা। খবর আনন্দলোক।