প্রথমবারের মতো ঢাকা রিজেন্সি আয়োজন করেছে ফটো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ‘উইন অ্যা স্টেক ডেট’ জিতে নেওয়ার লোভনীয় সুযোগ। ফেসবুক আমরা সবাই কমবেশি ব্যবহার করে থাকি এবং ফটো বা ছবিও পোস্ট করি। কিন্তু এই ফটো বা ছবি দিয়েই যে ঢাকা রিজেন্সির রুফটপগার্ডেন রেস্টুরেন্ট গ্রিলঅন দ্য স্কাইলাইনে জিতে নিতে পারেন একটি বিশেষ দিনের বিশেষ খাবারের আয়োজনও। আর এর জন্য ঢাকা রিজেন্সির ফেসবুক পেজে গিয়ে লাইক দিতে হবে এবং আপনার ও আপনার প্রিয়জনের একটি রোমান্টিক ছবি পোস্ট করতে হবে এবং লিখতে হবে কেন আপনারা ‘প্রাইম পেয়ার’ মানে ‘সফল জোড়া’ তার বিস্তারিত। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মধ্য থেকে তিন জোড়া প্রতিযোগীকে বাছাই করা হবে এবং এই তিন জোড়া প্রতিযোগীই পেয়ে যাবেন এই বিশেষ স্টেক ডিনারের পুরো আয়োজনটি। আর এ আয়োজনে ছবি পোস্ট করে অংশগ্রহণ করতে পারবেন ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘প্রাইম পেয়ার’-এর বিস্তারিত আয়োজন সম্পর্কে জানা যায়, অতিথিরা মাত্র ১৩৯০++ টাকায় উপভোগ করতে পারবেন এই পুরো আয়োজনটি। নিজেদের পছন্দানুযায়ী স্টেক কাটটি-বন, ফিলেমিনিয়ও, সির্লয়ন এবং রিবআই সাথে সস-পেপারকর্ন, মাশরুম, বেয়ারনেস, ডাইন, গ্রেমোলোটা দিয়ে সাজিয়ে নিতে পারবেন। পাশাপাশি জ্যাকেট পটেটো উইথ সাওরক্রিম, ম্যাশডপটেটো উইত হরসর্যাডিস সস, গ্রিলড অ্যাসপেরাগাস এবং ক্রেরামালাইসড রেডক্যাবেজ উইত ব্রোকলি থেকে যেকোনো একটি নেওয়া যাবে। এখানেই শেষ নয়, আছে ঢাকা রিজেন্সির শেফদের পক্ষ থেকে সালাদ এবং সুপ অব দ্য ডে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।