৬০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক সাংগঠনিক কাঠামোভুক্ত ১৫তম কর্মচারী পদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোটরগাড়ি চালক পদে ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা
অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ৩০ বছর।

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বর্ণিত কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ
আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আবেদন করতে পারবেন।