ফোস্কা পড়লে কী করবেন?

নতুন জুতা, বা পুড়ে ফিয়ে ফোস্কা পড়েছে? জ্বালা-যন্ত্রণায় নাজেহাল! আর রান্নার সময় তেল ছিটে হাতে বা শরীরের অন্যান্য অংশে পড়ে ফোস্কা পড়ার ঘটনা গৃহিণীদের কাছে নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু এই ফোস্কা বেশ কিছুদিন ভোগায়। বিশেষ করে ফোস্কা ফেটে গেলে অসহ্য জ্বলুনির সৃষ্টি করে যা খুবই যন্ত্রণাদায়ক। আজকে জেনে নিন ফোস্কার এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার দারুণ কার্যকরী কিছু উপায়:

*ঠান্ডা জলে নুন মিশিয়ে নিন। ওই জলে পায়ের যে-অংশে ফোসকা পড়েছে, সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে জ্বালা ও ফোস্কার ফোলাভাব অনেকটা কমবে।

*ফোস্কার উপর টুথপেস্ট লাগান। এতে ফোস্কার ভেতরের জল খুব সহজেই শুষে যায়, জ্বালা ও ফোলাভাবও কমে।

*ফোস্কার উপর ডিমের সাদা অংশ লাগান। পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যদি চামড়ায় ডিমের সাদা অংশ লাগাতে পারেন, তা হলে দেখবেন, ফোসকা পড়বেই না।

*ফোস্কার জম ডিওডোর‍্যান্ট! তবে, স্প্রে ডিওডোর‍্যান্ট নয় রোল অন ধরনের ডিওডোর‍্যান্ট ফোস্কার উপরে লাগিয়ে নিলে ব্যাথা তাড়াতাড়ি কমবে।

*গ্রিন টির অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান খুব দ্রুত ফোলা এবং জ্বালা কমায়। হাতের কাছে গ্রিন টি না থাকলে, সাধারণ চায়ের লিকার ঠাণ্ডা করেও ফোস্কার উপর লাগাতে পারেন।