ডেনমার্কে নারীদের মুখ ঢাকা কাপড় বা নিকাব নিষিদ্ধ করা হয়েছে। এবার ডেনিশরা সেই নিষিদ্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন।
কোপেনহেগেনে বুধবার নতুন এ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। এতে কয়েকশ ডেনিশ নারী-পুরুষ অংশগ্রহণ করছেন। তারা আইন ভেঙে মুখে কাপড় বেঁধে সেই নিকাব নিষিদ্ধ করা আইনের প্রতিবাদ করছেন।
মুসলিম নারীরা বলছেন, নতুন আইনের ফলে তাদের ধর্ম পালনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তবে সরকার বলছে, নারীরা বাড়িতে যে কোনো পোশাক পরার বা ধর্ম পালনের স্বাধীনতা থাকলেও জনসম্মুখে তা নিরাপত্তার খাতিরে করা যাবে না।
শুধু ডেনমার্কই নয়, ইউরোপের আরো কয়েকটি দেশ নিরাপত্তার কারণ দেখিয়ে নারীদের জনসম্মুখে মুখঢাকা পোশাক নিষিদ্ধ করেছে। এ তালিকায় রয়েছে ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডের একাংশ।