পুজোর জন্য জামাকাপড় কেনা তো কমপ্লিট। কিন্তু মেকআপ কিট নিশ্চয়ই এখনো বাকি আছে? পুজোর সময় চোখ ও মুখের সাথে সাথে ঠোঁটকে হাইলাইট না করলে কিন্তু পুরো সাজটাই ফ্যাকাসে। আবার শুধু সুন্দর একটা লিপস্টিক লাগালেই আর অ্যাই মেকআপও দরকার লাগে না। তাতেই সুন্দর লাগে। তাই একদম পারফেক্ট সাজের জন্য চাই মানানসই লিপ শেড। আর এবার কিন্তু ল্যাক্মি আর এলেইটইন নিয়ে এসেছে ভরপুর নতুন শেডস! চটপট দেখে নাও কোন শেডটা তোমার জন্য পারফ্যাক্ট।
ল্যাক্মি এবসলিউট ম্যাট
যারা ঠোঁট কে একদম পারফেক্ট ম্যাট ফিনিশ দিতে চাও তারা বেছে নিতেই পার এই রেঞ্জের যেকোনো একটি শেড। প্রতিটা শেডই অসাধারন ম্যাট ফিনিশ দেবে। সঙ্গে ঠোঁট যাতে শুকিয়ে না যায়, তার জন্য এতে ময়েশচারাইজার ও আছে। তাই যাদের ঠোঁট খুব ড্রাই হয়ে যায় অথচ ম্যাট ফিনিশ চাইছ তারা অনায়াসে এটা ব্যবহার করতে পার। দাম পড়বে ৭০০।
ল্যাক্মি এবসলিউট ক্রিম
যারা গ্লসি পছন্দ কর না, অথচ একটা ক্রিমি এফেক্ট চাইছ তাদের জন্য এই রেঞ্জ একদম পারফেক্ট। ঠোঁটকে গ্লসি করবেনা, সুন্দর একটা ক্রিমি এফেক্ট দেবে। এতে আছে ভিটামিন ই। যা ঠোঁটকে ভালো রাখতে সাহায্য করবে। এবং ৩ থেকে ৪ ঘণ্টা একদম ঠিক থাকবে। কোন টাচআপের দরকার পরবেনা। দাম পড়বে ৩৮২ ।
ছবি: সংগৃহীত
ল্যাক্মি লিপ এবসলিউট টিন্ট
যারা চাইছ একদম বোল্ড লুক তারা বেছে নাও এই রেঞ্জ। ভীষণ সুন্দর কালার শেডস রয়েছে। এবং বেশ অনেকক্ষণ ঠোঁটে থাকবে। আর যারা একদম পারফেক্ট বেবি পিঙ্ক চাইছ তারা নিয়ে নাও এই লিপ টেন্ট দাম পড়বে ৮০০।
ল্যাক্মি এনরিচ লিপ কালার
যেকোনো উৎসবের জন্য এই রেঞ্জটি দারুন। এটি মাত্র একটানেই সুন্দর এফেক্ট দেয়। পুরো ঠোঁটে সুন্দর ভাবে ছড়িয়ে যায়। একটা সুন্দর টেক্সচার দেয়। দামও সাধের মধ্যে। ৩৫০ টাকার মধ্যেই হয়ে যাবে।
ল্যাক্মি নাইন টু ফাইভ
যদি খুব ক্লাসি লুক পছন্দ তাহলে নিয়ে নাও এই রেঞ্জ। এতে ভিটামিন ই ও এসেনসিয়াল অয়েল আছে। যা ঠোঁটের জন্য ভালো। এবং এটিও বেশ অনেকক্ষণ থাকে ঠোঁটে। দাম পড়বে ৩৬০ থেকে ৩৮২ পর্যন্ত।
এলেইটইন কালার পপ ম্যাট
এলেইটইনেরও কিন্তু বেশ সুন্দর ম্যাট শেডস রয়েছে। সুন্দর ম্যাট ফিনিশ দেয়। এবং ঠোঁটের ময়েশচারকে ধরে রাখে। বেশ পকেট ফ্রেন্ডলিও। মাত্র ১০০ টাকাতেই প্রচুর শেডস পেয়ে যাবে।
এলেইটইন কালার বম্বস্ লিপকালার
যারা একদম একটা গ্লসি লুক চাইছ, তাদের জন্য এলেইটইনের এই রেঞ্জের থেকে ভালো আর কিছু হবে না। এর মধ্যে প্রচুর কালার পেয়ে যাবে। এবং একদম পারফেক্ট একটা গ্লসি লুক দেবে। মাত্র ৮৫ টাকা খরচ করলেই চলে আসবে তোমার পকেটে।
এলেইটইন পিঙ্ক ফিভার ২২
যারা দিনের বেলা বেশি ঘোরার প্ল্যান রাখছো তাদের জন্য ভালো এই শেড। কারণ রোদের হাত থেকে ঠোঁটকে বাঁচাবে। এবং চার থেকে পাঁচ ঘণ্টা থাকবে। পিঙ্ক এবং ব্রাউনের সংমিশ্রণে অসাধারন কালার। দাম পড়বে ২০০।
এলেইটইন কালার পপ কোরাল রোমান্স
এলেইটইনের এই কোরাল রোমান্স শেডটি একদম নতুন এবং অসাধারন। খুব সুন্দর একটা মিষ্টি রঙ। আর যারা গ্লসি চাইছ কিন্তু বেশি না হালকা। তাদের জন্য এটি একদম পারফেক্ট। হালকা একটা গ্লসি, ক্রিমি লুক দেবে। দাম পড়বে ৯০।
এলেইটইন গ্রেপ রেইন ১৮
রেড, পিঙ্ক ছাড়া একদম অন্য রকম কালারের সন্ধান যারা করছ তারা দেখতেই পার এই শেডটি। কালো জামের যে গাড় পিঁয়াজি রঙটি হয়. একদম সেই রঙটি দেবে। এছাড়াও দেখে নিতে পার এলেইটইন মিস পিঙ্ক ০১, কোরাল ন্যুড ০৫ ও এলেইটইন বারগেনডি্ ওয়াইন ৪৭। এরকম কিছু অসাধারন অন্যরকম কালার পেয়ে যাবে মাত্র ১২০ টাকায়। তাহলে জেনে নিলে ল্যাক্মি ও এলেইটইনের প্রচুর নতুন লিপ শেডের সন্ধান। এবার নো কনফিউশান তাহলে চটপট ঠিক করে নাও, এবার পুজায় তোমার সঙ্গী কে হবে ল্যাক্মি না এলিইটইন।