বেসরকারিভবে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি পেয়েছেন ১,০১,৪৪৯ ভোট এবং বিএনপির প্রার্থী মজিবর রহমান সারোয়ার পেয়েছেন ১৪,০৭৭ ভোট।
এ সিটিতে মোট ১২৩টি ভোট কেন্দ্রের মধ্যে অনিয়মের অভিযোগে ১৫টি কেন্দ্র স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এর আগে সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়।
যদিও অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করেছে বিএনপি। দুপুর পৌনে বারোটায় নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার।
বরিশাল সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও মহিলা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। ভোট কেন্দ্র ১২৩টি ও ভোট কক্ষ ৭৫০টি। এ সিটিতে মেয়র প্রার্থী মোট ৬ জন। অনিয়মের অভিযোগে বরিশালের ১৫টি কেন্দ্র স্থগিত করা হয়েছে।
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন সারোয়ার। এর আগে সকাল এগারোটার দিকে জাল ভোটের অভিযোগে ভোট বর্জন করে ইসলামী আন্দোলন।
মজিবর রহমান জানান, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পাটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থীরাও এই বর্জনের সঙ্গে একমত।