যারে দেখতে নারি তার চলন বাঁকা। বিশ্বকাপের সময় লিওনেল মেসির প্রসঙ্গে ডিয়েগো সিমিওনের কথাটির পর তেমনটাই মনে হয়েছিল। মেসি ও সিমিওনে দুজনেই আর্জেন্টাইন। তবু সেরা খেলোয়াড় বেছে নিতে চাইলে মেসি নয় রোনালদোকেই বেছে নেবেন সিমিওনে! এর পেছনে বার্সেলোনা ও সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকেই কারণ হিসেবে দেখছিলেন অনেকে। বার্সেলোনার হয়ে সিমিওনেকে যে কম জ্বালাননি মেসি!
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় হারের পর আর্জেন্টিনা দল সম্পর্কে ক্ষোভ ঝেড়ে সহকারী জার্মান বুর্গোসকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়েছিলেন সিমিওনে। আসলে নিজের দেশের এমন হারে ক্ষোভ উগরে দেওয়াটাই ছিল স্বাভাবিক। সে সময়ে মেসিকেও কিছুটা করা হয়েছিল কটাক্ষ। কী ছিল সেই কটাক্ষের ভাষা? আসলে সরাসরি কিছু নয়। মেসি-রোনালদোর তুলনা করে আর্জেন্টাইন সহকারীর উদ্দেশে একটি প্রশ্ন রেখেছিলেন সিমিওনে ‘মেসি খুবই ভালো কিন্তু সে ভালো কারণ ওর আশপাশে অসাধারণ কিছু খেলোয়াড় আছে বলে (বার্সেলোনায়)। যদি সাধারণ কোনো দলের জন্য মেসি-রোনালদোর মধ্য থেকে বেছে নিতে বলা হয়, কাকে নেবে?’ সিমিওনের প্রশ্নটার মধ্যেই তো লুকিয়ে ছিল উত্তর।
মেসিকে রাগিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু কি আর দরকার! এক আর্জেন্টাইন কোচই কি না রোনালদোকে বেছে নিচ্ছেন তাঁকে ফেলে। আর্জেন্টাইনদেরও মনঃপীড়া হয়েছে এ ঘটনায়। তাই দেরিতে হলেও সে হোয়াটসঅ্যাপ বক্তব্যের ব্যাখ্যা সিমিওনে দিয়েছেন সিঙ্গাপুর সফরে এসে।
অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দাবি করেছেন, রোনালদো-মেসির মাঝে কে সেরা, সে প্রশ্নে তিনি যাননি। মূলত বলতে চেয়েছিলেন, ‘আমি যখন মেসি ও রোনালদোর ব্যাপারে কথা বলেছি, আমি বিশ্বের সেরা খেলোয়াড় কে—এ প্রসঙ্গে কথা বলিনি। আমি বলেছি একটি সাধারণ মানের দলের জন্য রোনালদোই ভালো হবে। কিন্তু দলের খেলোয়াড়েরা যদি ভালো হয়, তাহলে মেসিই বিশ্বের সেরা।’ আবার একজনকে যদি বেছে নিতে হয়, তাহলে মেসিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন সিমিওনে, ‘কোনো সন্দেহ ছাড়াই সব সময় আমি মেসিকে বেছে নেব।’