এশিয়ার সবথেকে বিষধর সাপগুলোর মধ্যে চন্দ্রবোড়া অন্যতম । এই সাপের কামড়ের পরেই মাথা ঘুরতে শুরু করে, বমি হতে থাকে, কিডনি কাজ করা বন্ধ করে দেয়। ভারতের মহারাষ্ট্রে গ্রামীণ এলাকায় মাঝে মধ্যে এই সাপের দেখা মেলে। সম্প্রতি একটি স্কুলের রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে ৬০টি বিষধর চন্দ্রবোড়া সাপ।
এ ব্যাপারে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার একটি স্কুলের সম্প্রতি এই ঘটনা ঘটে। ওই স্কুলের রাঁধুনি রান্নাঘরে প্রথমে দু’টি বিষধর সাপ দেখতে পান। জানা গেছে, ওই রান্নাঘরটিতে অনেকগুলো কাঠ মজুত করে রাখা ছিল। সাপ দু’টি সেই কাঠের মধ্যে লুকিয়ে পড়ে। পরে রাঁধুনি ও স্কুলের কর্মীরা এসে কাঠগুলো সরাতে শুরু করেন। তার পরেই কাঠগুলোর মধ্যে থেকে একে একে বেরিয়ে আসেত থাকে প্রচুর বিষধর সাপ।
এদিকে, একসঙ্গে অনেকগুলো সাপ বেরোত দেখে ভয় পালিয়ে যান রান্নাঘরে থাকা স্কুলের কর্মীরা। আতঙ্কিক হয়ে পড়ে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরপরেই স্কুল কর্তৃপক্ষ ভিকি দালাদ নামে প্রশিক্ষিত এক সাঁপুড়েকে খবর দেয়। পরে ভিকির চেষ্টায় উদ্ধার করা হয় সাপগুলোকে। একে একে ধরা পড়ে মোট ৬০টি চন্দ্রবোড়া সাপ।