এই ৪ ধরণের পুরুষ যেকোনো মেয়ের মন জয় করতে সক্ষম, আপনি কি সক্ষম?

এই ৪ ধরণের পুরুষ- প্রেম কতটা সাফল্য লাভ করবে তা নির্ভর করে ব্যক্তির ব্যক্তিত্ব এর ওপর। তিনি কতটা সৎ বা কতটা দায়িত্বপরায়ণ তার ওপরই নির্ভর করে এগিয়ে চলে ভালোবাসা। তবুও অনেক ক্ষেত্রে এমন কিছু গন্ডগোল বাধে যে ভালোবাসাটাকে তখন চাইলেও টিকিয়ে রাখা যায়না। কিন্তু কোনো কোনো পুরুষ কখনোই প্রেমের খেলায় পরাজিত বা অসফল হননা- এমনটাই বলেছেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালীন পরামর্শদাতা এবং বিখ্যাত দার্শনিক এবং অর্থনীতিবিদ চাণক্য। চাণক্যের বাণী অনুযায়ী, এমন ৪ ধরণের পুরুষ আছেন যারা যেকোনো মেয়ের মন জয় করতে সক্ষম। তারা কারা ?

১. যেসমস্ত পুরুষ তাদের সঙ্গিনীকে বা স্ত্রীকে সম্মান করেন, তার কথা বা বিচার বুদ্ধি, পরামর্শদান, এবং রুচিকে সম্মান করেন, অযথা নিজের মোট সঙ্গিনীর ওপর চাপিয়ে দেননা, সেই সমস্ত পুরুষ কখনো প্রেমে ব্যর্থ হননা।

২. যেসমস্ত পুরুষ পরস্ত্রীকে অশালীনভাবে স্পর্শ করেননা, অন্য নারীকে কখনো কামনায় করেননা, বা উপযুক্ত সুযোগ থাকা সত্বেও তার ফায়দা তোলেনা, তারাই প্রেমে সফল হন।

৩. নিজের সঙ্গিনীকে যারা সুরক্ষার আশ্বাস দিতে পারেন অর্থাৎ যার সান্নিধ্যে থাকাকালীন সঙ্গিনী নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করেন, সেই ধরণের পুরুষের সঙ্গে ত্যাগ করতে চাননা কোনো নারী।

৪. নিজের সঙ্গিনীকে যিনি শারীরিক তৃপ্তি দিতে পারেন। শারীরিক সুখ প্রদান প্রেমেরই এক গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে যিনি তার স্ত্রীকে বা সঙ্গিনীকে শারীরিক সুখ বা তৃপ্তি দিতে সক্ষম, তাদের প্রতি যেন একটা আলাদা দুর্বলতা তৈরী হয় নারীর মনে। এই ধরণের পুরুষেরা কখনও প্রেমে ব্যর্থ হননা।