চুলের যত্নে লেবু

খুশকি

চুলের অস্বস্তিকর সমস্যা খুশকি। সব মৌসুমেই খুশকি হতে পারে। তবে বর্ষাকালের আর্দ্র আবহাওয়ায় খুশকি বেশি দেখা দেয়। খুশকি কমাতে ব্যবহার করতে পারেন লেবু। লেবুর রসের সঙ্গে দ্বিগুণ পরিমাণ নারকেল তেল বা অলিভ অয়েল গরম করে নিন। সিঁথি কেটে সব চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। মোটা দাঁতের চিরুনি দিয়ে সব চুল ভালো করে আঁচড়ে নিন। এবার একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে পুরো মাথায় পেঁচিয়ে রাখুন পাঁচ মিনিট। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহারে খুশকি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

চুলপড়া রোধে

প্রতিদিন কিছু চুল ঝরে পড়বে এবং নতুন চুল গজাবে—এটা প্রাকৃতিক নিয়ম। স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়লে খানিকটা বাড়তি মনোযোগ দিতে হবে। সপ্তাহে এক দিন আধা কাপ নারকেল দুধের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। তুলার বল দিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ভালো ফল মিলবে। ভেতর থেকে চুলের গোড়া শক্ত করতে প্রতিদিন কুসুম গরম পানিতে চিনি ছাড়া ১ গ্লাস লেবুর শরবত খান। সপ্তাহখানেকের মধ্যেই ফল পাবেন।

চুল রাঙাতে

প্রাকৃতিকভাবে চুল রঙিন করতে পারেন লেবু দিয়ে। দরকার লেবুর রস ও চায়ের লিকার। দুই টেবিল চামচ চা পাতা আধা লিটার পানিতে জ্বাল দিয়ে ঘন করুন। ১ কাপ পরিমাণ হলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। সঙ্গে মেশান আধা কাপ লেবুর রস। এই মিশ্রণ চুলে লাগিয়ে দুই ঘণ্টা পর শুধু পানি দিয়ে ধুয়ে নিন। এক দিন পর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন ব্যবহারে চুলে লালচে আভা আসবে।

প্রাকৃতিক কন্ডিশনার

সব ধরনের চুলের জন্য ভেষজ কন্ডিশনার হিসেবে লেবু বেশ কার্যকর। আধা মগ পানিতে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পুর পর চুল ধুয়ে মুুছে নিন। এরপর লেবু মেশানো পানি চুলে ঢেলে দিন। আর চুল ধোয়ার প্রয়োজন নেই। চুল মুছে ঠাণ্ডা বাতাসে শুকিয়ে নিলেই পেয়ে যাবেন নরম কোমল সিল্কি চুল।