ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে নেইমারদের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার (২১ জুলাই) রাতে বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে পিএসজিকে। অবশ্য ম্যাচের শুরুতে লিড নিয়েছিল পিএসজি। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে তারা তিন-তিনটি গোল হজম করে।
ম্যাচের ৩১ মিনিটে কেভিন রিমানের বাড়িয়ে দেয়া বল থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন তিমোথি ওয়েহ। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পরাসি ক্লাবটি।
তবে বিরতির পর পিএসজি তাদের খেলার ছন্দ ধরে রাখতে পারেনি। ম্যাচের ৬০ মিনিটে কর্নার থেকে আরিয়েন রোবেনের ক্রসে হেড দিয়ে জিয়ানলুইজি বুফনকে পরাস্ত করেন জাভি মার্টিনেজ।
৬৬ মিনিটে বুফনকে তুলে নিয়ে রেমি দেশকাম্পসকে নামায় পিএসজি। রেমি মাঠে নামার ২ মিনিটের মধ্যে গোল হজম করেন। ৬৮ মিনিটে তাকে পরাস্ত করে বায়ার্নকে এগিয়ে নেন রেনাটো সানচেজ। এ সময় ফ্রি কিক থেকে গোল করেন রেনাটো। আর ৭৮ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন জসুয়া জির্কজি। এ সময় সার্জির ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান জসুয়া।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
এবারের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ষষ্ঠ আসরে ইংল্যান্ডের ৬টি, ফ্রান্সের ২টি, জার্মানির ২টি, ইতালির ৪টি, পর্তুগালের ১টি ও স্পেনের ৩টি ক্লাব অংশ নিতে যাচ্ছে। মোট ১৮টি ক্লাব ২০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ১১টি দেশের ২২ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে।