এবার বাজারে এলো বিএমডাব্লিউর নতুন দুই বিলাসবহুল বাইক, জানুন দাম!

মোটর বাইক, বর্তমান সময়ে অনেকের জন্যই অপরিহার্য একটি জিনিস। অনেকে এটি ব্যাবহার করে ফ্যাশন হিসেবে আবার অনেকে ব্যাবহার করে তাদের নিত্য দিনের কাজে। এবার ভারতের বাজারে এলো বিএমডাব্লিউর নতুন দুই বিলাসবহুল বাইক। মডেল জি৩১০ আর এবং জি৩১০জিএস। এগুলো স্ট্রিট ফাইটার বাইক। এন্ট্রি লেভেলের এই বাইক দুইটি ভারতেই তৈরি। এন্ট্রি লেভেলের এই অ্যাডভেঞ্চার বাইক ভারতেই তৈরি করেছে বিএমডাব্লিউ।

জি৩১০ আর বাইকটির সর্বোচ্চ গতি ১৪৫ কিমি/ঘন্টা। অন্যদিকে জি৩১০ জিএস বাইকের সর্বোচ্চ গতি ১৪৩ কিমি প্রতি ঘন্টা। জি৩১০ আর বিএমডাব্লিউ প্রিমিয়াম এস ১০০০ আর বাইক থেকে অনুপ্রাণিত হয়ে নেকেড ডিজাইন করা হয়েছে। অন্যদিকে অ্যাডভেঞ্চার বাইক হওয়ার কারণেই জি৩১০ জিএস এ অন্য ডিজাইন ব্যবহৃত হয়েছে।
ভারতের বাজারে বাইক দুইটর দাম ২.৯৯ লাখ রুপি থেকে শুরু।