অ্যালকোহলের বিষক্রিয়ায় করণীয়

অতিরিক্ত অ্যালকোহল একবারেই পান করাতে কিংবা ঘন ঘন অল্প মাত্রায় অ্যালকোহল পান করাতে বিষক্রিয়া ঘটতে পারে। এ ছাড়া অ্যালকোহল পান করলে কিংবা অ্যালকোহলের সঙ্গে বারবিচ্যুরেট অথবা ট্রাংক্যুলাইজার খেলে বিষক্রিয়া ঘটে।

অ্যালকোহলের বিষক্রিয়ার রোগী গরম অনুভব করে, যদিও প্রকৃতপক্ষে তার শরীরের তাপমাত্রা অনেক কমে যায়। তার শ্বাস- প্রশ্বাস শ্লথ হয়, চেতনা লোপ পেতে থাকে। রোগী এক পর্যায়ে মারা যেতে পারে।

অ্যালকোহলের বিষক্রিয়ায় করণীয়

রোগীকে বমি করানোর ব্যবস্থা করতে হবে। তার পাকস্থলী ধৌত করা আবশ্যকীয়।
রোগীকে গরম কম্বল দিয়ে ঢেকে দিতে হবে।
গ্লুকোজসহ কড়া কফি খেতে দিতে হবে।
মুখে সোডিবাইকার্ব চার গ্রাম খেতে দিতে হবে।
রোগীকে শিরাপথে স্যালাইন দিতে হবে।
অবস্থার উন্নতি না হলে রোগীকে দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।