পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে বলে কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৭০ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.০৭ টাকা ১০ শতাংশ।
এদিকে, অর্ধবার্ষিকে (জানুয়ারি-জুন’১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১১ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.২৬ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ০.১৫ টাকা ১১.৯০ শতাংশ।
এছাড়া ৬ মাসে শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ১৫.১৯ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৩৮ টাকা।