মশা কেন সন্ধ্যার- মশা নিয়ে যন্ত্রণার শেষ নেই। শহরে কি গ্রামে সবখানেই মশার দাপট। সারাদিন দেখা না পেলেও বিশেষ করে সন্ধ্যার সময় মশার মিছিল অহরহ চোখে পড়ে। অ্যারোসল, কয়েল, ধুপ দিয়েও মশা তাড়ানো যায় না। রাজধানীর বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই। মশা তাড়াতে মরিয়া হয়ে ওঠে সিটি করপোরেশন।
বিকেল শেষে যখন সন্ধ্যা আসে; তখন পথ চলতে গেলে হঠাৎই মাথার ওপরে বনবন করে ঘুরতে থাকে মশার ঝাঁক। এমন দৃশ্য আমাদের চির চেনা। মশার এমন উৎপাতে সবাই নাজেহাল হয়। যে কোনো সময় হঠাৎই হাজির হয় মশা। তারপর কামড়ে কামড়ে অস্থির করে তোলে সবাইকে।