জেলে যাবেন জেনেও যেকারনে দেশে ফিরলেন নওয়াজ


বেশ কয়েকমাস যাবৎ লন্ডনে ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার কন্যা মরিয়ম । সেখানে ক্যানসারের চিকিৎসা চলছে নওয়াজপত্নী কুলসুমের। এরই মধ্যে সম্প্রতি পাকিস্তানের একটি আদালত দুর্নীতির দায়ে নওয়াজের ১০ বছরের এবং মরিয়মের ৭ বছরের কারাদণ্ড দেয়।

রায়ের পর পরই নওয়াজ ঘোষণা দেন, তিনি শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরবেন এবং এটাও জানিয়ে দেন যে, কন্যা মরিয়মকে নিয়ে ১৩ তারিখ পাকিস্তান পৌঁছবেন। ঘোষণামতে, শুক্রবার লাহোর বিমানবন্দরে নেমেই গ্রেফতার হন নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম।

এখন দেশটির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জেলে যাবেন তা জানা সত্ত্বেও কেন নওয়াজ ফিরলেন?

এ নিয়ে পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম ডন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে যা বলা হয়েছে, তার সারকথা হলো- রাজনৈতিক অপরিহার্যতার কারণেই নওয়াজ-মরিয়ম দেশে ফিরেছেন। এ ছাড়া আইনের দিক থেকেও দেশে ফেরার মধ্য দিয়েই তারা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। -একে