১০০ এয়ারবাস কিনবে এয়ারএশিয়া

মালয়েশিয়ান বিমান সংস্থা এয়ারএশিয়া বর্তমান উড়োজাহাজের বহরকে আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এজন্য আরো ১০০টি এয়ারবাস কিনতে চায় প্রতিষ্ঠানটি।

এয়ারএশিয়ার সিইও টনি ফার্নান্দেজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আরো ১০০ এয়ারবাস এ৩২১নিও জেট ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এয়ারএশিয়া।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ফার্নবোরো এয়ারশোতে তিনি বিষয়টি চূড়ান্ত করতে আলোচনা করবেন। এ ক্রয়ের আর্থিক মূল্য কত হবে বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও একটি সূত্র জানায়, ১৩ বিলিয়ন ডলার হবে এ চুক্তি।