বলিউড ও টালিগঞ্জের অভিনেত্রী পাওলি দাম বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। সম্প্রতি কাজ শেষ করেছেন দেশ ভাগের গল্প নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের ‘মাটি’ ছবিটি। এই ছবির কাজে এসে বাংলাদেশেও ঘুরে গেছেন।
এর আগেও অবশ্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার পদচারণা ঘটেছে। মুগ্ধ করেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের সাথে তার একটা সখ্য রয়েছে।কারন তিনি ফরিদপুরের মেয়ে, তার দাদু বাড়ি ফরিদপুরে ।
পাওলি দাম বলেন, আমি নিজে ফরিদপুরের মেয়ে,আমার দাদুকে দেশভাগের সময় এখানে চলে আসতে হয়েছিল সবকিছু ছেড়ে। আমি শুনেছি, সেটা খুব কষ্টের ছিল ওনার জন্য । আমার নাড়ির টান আছে বাংলাদেশের সাথে,তাই লীনাদি যখন আমকে স্ক্রিপ্ট টা শোনান, আমি খুব রিলেট করতে পেরেছিলাম।
তিনি বলেন, ‘বাংলাদেশে শুটিং করতে আমার অনেক ভাল লাগে কারণ সেখানকার আতিথেয়তা আমাকে মুগ্ধ করে, আর সেখানকার খাওয়া- দাওয়া অসাধারন। পৃথিবীর বেস্ট ইলিশ আমি ওখানে গেলে খেতে পারি।’
বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শিগগির ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ছবিতে পাওলির বিপরীতে অভিনয় করেছেন পার্চড খ্যাত অভিনেতা আদিল হোসেন।