‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ নামে নতুন মোটরসাইকেল বাজারে এনেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। শহরের বাইরে বিশেষ করে গ্রামের বাজার ধরতে হোন্ডা কম দামে নতুন এ মোটরসাইকেল বাজারে এনেছে।
নতুন এই বাইকের দাম ৪৮ হাজার ৬৪১ টাকা। বাইকটি মূলত কালো রঙের। এর সঙ্গে বিভিন্ন রংয়ের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে। যেমন- কেবিন গোল্ড, গ্রিন মেটালিক, গ্রে সিলভার মেটালিক, লাল এবং ব্লু মেটালিক।
১১০ সিসির ‘সিডি ১১০ ড্রিম ডিএক্স’ বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৬ কিলোমিটার।