দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়া শহরে একটি বিমান বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এর ১৯ আরোহী। তবে সবাই কমবেশি আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মার্টিনস এয়ার চার্টার নামে ওই বিমানটি প্রেটোরিয়ার স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুলাই) সন্ধ্যায় একটি খালি মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়।
স্থানীয় জরুরি পরিসেবা বিভাগের মুখপাত্র জন পিটার্স গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। বিমানটির ধ্বংসাবশেষ সরিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
মাঠে প্রচুর ঘাস থাকায় বিধ্বস্ত বিমানে আগুন ছড়িয়ে পড়েনি। এ জন্য প্রাণে বেঁচে গেছেন সব যাত্রী।