ব্লাকহেডস হলে ত্বক তার সাধারণ উজ্জ্বলতা হারায় এবং মেক আপ করলেও ত্বকে ঠিকমতো বসে না। অনেকেই কস্টেপ, নখ কিংবা সেপটিপেন ব্যবহার করে ব্লাকহেডস দূর করার ব্যর্থ চেষ্টা চালান, এতে ত্বকের ব্লাকহেডস দূর হয় না, বরং ত্বকে ক্ষতের সৃষ্টি হয়।
ব্লাকহেডস নিয়ে সমস্যায় ভুগলে খুব সহজেই এর সমাধান করতে পারেন। তার জন্য প্রয়োজন শুধু একটি ডিম ও কিছু টিস্যু পেপার।
জেনে নিন ব্লাকহেডস দূর করার ঘরোয়া উপায়-
ব্যবহার বিধি:
ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর ডিমের সাদা অংশ চোখের নিচ, নাকের চারপাশসহ সমস্ত মুখে লাগিয়ে নিন। এ অবস্থায় মুখের উপর টিস্যু চেপে বসিয়ে দিন। এর উপর আরেক লেয়ার সাদা অংশ বসিয়ে দিন। মুখ শুকিয়ে এলে টিস্যু সহ প্যাক টেনে তুলে আনুন।
এই প্যাক নিয়মিত ব্যবহারে আপনি ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্যও এই প্যাকটি উপকারী। কেননা ডিমের সাদা অংশ মুখের বাড়তি তেল তুনে আনতে সহায়ক।
সেই সাথে ডিমের সাদা অংশের সাথে এ্যালোভেরা জেল বা কাঁচা হলুদের রসও মেশাতে পারেন।
এছাড়াও লেবুর রস ও চিনি একসাথে মিশিয়ে ফেসিয়াল স্ক্রাব হিসেবে ব্যবহার করলেও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাবেন। লেবুর রসের এ্যান্টি অক্সিডিয়েন্ট ক্ষমতা ত্বকের ভেতরে প্রবেশ করে ব্ল্যাকহেডস থেকে দেবে মুক্তি।