গর্ভাবস্থায় এক্স-রে ক্ষতিকর

গর্ভাবস্থায় প্রথম তিন মাস খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই সময় গর্ভস্থ ভ্রূণের কোষ বিভাজিত হতে থাকে ও নানা অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হয়ে থাকে। তখন এক্স-রে সহ যে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা নিষেধ।

কেননা তেজস্ক্রিয় পদার্থ কোষ বিভাজনকে অস্বাভাবিক করে। ফলে শিশুর বিকলাঙ্গতা দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় যে কোনো ধরনের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার থেকে দূরে থাকতে হবে।

এছাড়া গর্ভাবস্থায় অনেকে পরীক্ষা-নিরীক্ষা বা ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যান। সেই ক্ষেত্রে এক্স-রে রুমের আসে পাশে না যাওয়াই ভালো। তবে কিছু ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে এক্স-রে করা হয়।