সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঠাণ্ডায় দুপুর পর্যন্ত ভালোই ঘুম দিলেন শুক্কুর সাহেব। তারপর খাওয়া-দাওয়া শেষে পরিবারের সঙ্গে ভালোই সময় কাটালেন তিনি।
সন্ধ্যা ঘনিয়ে এলো। বৃষ্টি থেমে গেছে। গরমের দিনে ঠাণ্ডা আবেশ। স্ত্রী পরিমনের সঙ্গে রোমান্টিক মেজাজে সন্ধ্যাটিও কাটছে বেশ। সংসার সুখী করতে হলে যে কাজও করতে হবে। কাজের চিন্তাও শুক্কুর সাহেবের মাথায় ভর করছে। রাত হলো। কাজের সময়ও হয়ে গেল। এরই মধ্যেই আবার বৃষ্টি শুরু। মন চায় আরো বেশি কিছু। আরকি কোনো কাজ ভালো লাগে!
স্বামী কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। লাল শাড়ির সঙ্গে কালো রঙ্গের ব্লাউজ পরা স্ত্রী পরিমন খাটে মাথা-বুক-কোমড়সহ বালিশে হেলান দিয়ে স্বামী শুক্কুর সাহেবের দিকে রোমান্টিক মুডে তাকিয়ে। শুক্কুর সাহেবেরও কিচ্ছু করার নাই। কাজতো করতেই হবে।
স্ত্রীও রাতের নিসঙ্গতা ঘোচাতে স্বামীকে আচ্ছা করে দেখে নিচ্ছেন। হঠাৎ তিনি স্বামীকে বলে উঠলেন ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা।’ স্বামী শুক্কুর স্ত্রীকে উদ্দেশ করে বললেন, ‘চাকরি যখন নাইট গার্ডের যাইতেতো হইবোই।’