কিডনি ইনফেকশন মানবদেহের মারাত্মক রোগগুলোর মধ্যে একটি। কিডনি ইনফেকশন ধরনের সমস্যা মূলত নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করা হয়। কারণ খুব সমস্যা না হওয়া পর্যন্ত কিডনি ইনফেকশনের সমস্যা ঠিকমতো বুঝে ওঠা যায় না। যে কারণে চিকিৎসা পিছিয়ে পড়ে অনেকাংশেই। এতে করে রোগীর মৃত্যুর আশঙ্কা বাড়তে থাকে। তাই জেনে রাখা ভালো কিডনি ইনফেকশনের লক্ষণগুলো, যাতে চিকিৎসায় দেরি না হয়।
কিডনি ইনফেকশনের লক্ষণ : অতিরিক্ত তাপমাত্রায় জ্বর হওয়া, জ্বরের সঙ্গে নিয়ন্ত্রণবিহীন কাঁপুনি হওয়া, বমি ভাব, বমি হওয়া এবং ডায়রিয়া, ক্ষুধামন্দা ভাব আসা, অতিরিক্ত দুর্বলতা অনুভূত হওয়া, পিঠের নিচের অংশের একদিকে ও কুঁচকিতে ব্যথা হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবের সময় জ্বলানি ও জ্বালাপোড়া করা, ঘোলাটে ধরনের প্রস্রাব হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া। এসব লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা উচিত।