শুক্রাণুর গুণমান বাড়ায় না এসব খাবার, বলছে গবেষণা

দীর্ঘদিন ধরেই এমন একটা ধারণা প্রচলিত রয়েছে যে, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার (লেবু, কমলালেবু, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো,আম, কাঁঠাল, জাম, কামরাঙা, আনারস, আনার, তরমুজ প্রভৃতি) খেলে শুক্রাণুর গুণমান বৃদ্ধি পায়। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি গবেষকরা বলেছেন, তিন মাস ধরে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেলেই পুরুষদের শুক্রাণুর গুণমান বৃদ্ধি পায় না।

গবেষণায় বলা হয়েছে, শুক্রাণুর উৎপাদন থেকে শুরু করে তার পূর্ণ শক্তি লাভ করা এবং পরিবহন- এই গোটা প্রক্রিয়ায় ৭৪ দিন সময় লাগে। এই পরিস্থিতিতে একটা নির্দিষ্ট সময়ের পরই অ্যান্টিঅক্সিডেন্ট থেকে প্রাপ্ত সুবিধার কথা ভাবা যেতে পারে।